বিলোনিয়া (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : অল্পের জন্য প্রাণে বাঁচলেন রিক্সা চালক ও স্কুল ছাত্র। ঘটনা বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শহরের বেল টিলা এলাকায়।
জানা গিয়েছে, বেলটিলা এলাকায় বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে ড্রেনের কাজ চলছে। শ্রমিকরা ড্রেনের মাটি কেটে সামনের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বাতাসে ড্রেনের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি রাস্তায় উল্টে পড়ে। বৈদ্যুতিক লাইন চালু অবস্থায় খুঁটিটি উল্টে পড়ে। ঠিক সেই সময় সেখান দিয়ে রিক্সা চালক এক ছাত্রকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন।
হঠাৎ রিক্সাটির পেছনেই খুঁটিটি পড়ে। বিদ্যুতের তার পেছনে লেগে রিক্সাটিও উল্টে যায়। যদিও এতে তেমন কোন ক্ষতি হয়নি। অক্ষত রয়েছেন রিক্সা চালক এবং স্কুল ছাত্র। এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে খুঁটিটি রাস্তা থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করে রাস্তা পরিষ্কার করে দেয়। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন পথচারী সহ এলাকার জনগণ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das