চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : নাবালিকার বিয়ে রুখে দিল চাইল্ড লাইন ও চুড়াইবাড়ি থানার পুলিশ স্থানীয় জনগণ ও মহিলা মোর্চার নেত্রীদের সাহায্যে। আটক করা হয় বহিঃরাজের যুবককে। ঘটনা চুরাইবাড়ি থানাধীন খেরেজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি ধাবাতে কর্মরত বহিঃরাজ্যের এক যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যুবকের নাম আমন যাদব (২৪)। বাড়ি রাজস্থানের দাতা রামগড় গ্রামে। অপরদিকে আসমের বাসিন্দা ওই নাবালিকা খেরেজুরি এলাকায় থেকে বিভিন্ন কাজ করে। দু'জনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নাবালিকাকে নিয়ে বহিঃরাজ্যে চম্পট দিতে চেয়েছিল ওই যুবক। স্থানীয় জনগণ তাদের আটক করে। খবর চাউর হতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। সঙ্গে সঙ্গে গ্রামের উপপ্রধান, ধর্মনগর মহিলা মোর্চার নেত্রী, মহিলা কমিশনের চেয়ারপার্সন ও চাইল্ড লাইনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশও। পুলিশ যুবককে থানায় নিয়ে যায়। অপরদিকে নাবালিকা মেয়েকে চাইল্ড লাইনের হেপাজতে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das