শ্রীভূমি (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিতর্কে জড়ালেন দক্ষিণ করিমগঞ্জের কৃষ্ণনগর গ্ৰাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শবনম সুলতানা। ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী এবং প্রতিনিধির দায়িত্বপ্ৰাপ্ত সজরুল হক তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত শ্রীভূমি জেলার বদরপুর থানার এক সাম্প্রতিক অভিযানে। কান্দিগ্ৰাম এলাকায় পরিচালিত মাদক বিরোধী অভিযানে একটি বলেরো গাড়ি থেকে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মণিরের ইয়াহিয়া খান ও পাথারকান্দির সুমন উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করে, বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলির মালিক সজরুল হক তালুকদার।
এই সূত্র ধরে বদরপুর থানার পুলিশ সজরুল হক তালুকদারকে গ্রেফতার করে। পরবর্তী তদন্ত শেষে তাকে শ্রীভূমি আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস