জম্মু, ২৩ এপ্রিল (হি.স.): পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে দুই মিনিট নীরবতা পালন হল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পহেলগাম জঙ্গি হামলার নিন্দা করে, জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট শোকজ্ঞাপনের অঙ্গ হিসাবে দুই মিনিট নীরবতা পালন করা হয়। সব এজলাস এই শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক। দু’দশকের ব্যবধানে আবারও কাশ্মীরে বড় হামলার শিকার হলেন পর্যটকেরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ