কমলপুর (ত্রিপুরা), ১২ মে (হি.স.) : ভারত-বাংলাদেশ কমলপুর সীমান্ত এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ সোমবার বিকাল চারটা নাগাদ ঘটনা৷ পুলিশ মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে৷ তথ্য অনুসন্ধান করছে মৃতদেহ সনাক্ত করার জন্য৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার বিকাল চারটা নাগাদ ধলাই জেলার কমলপুর থানার অধীন মলয়া এবং গঙ্গানগর এর মাঝামাঝি স্থানে একটা জলাভূমিতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় কমলপুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে৷ এলাকার লোকজন জানিয়েছেন মৃত ব্যক্তি স্থানীয় নন৷ যেই এলাকায় মৃতদেহটি পাওয়া গিয়েছে সেটি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা৷ পাশেই আছে বিএসএফ ক্যাম্প।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর৷ রাজ্যের অন্যান্য থানায় বার্তা পাঠানো হয়েছে তথ্য অনুসন্ধানের জন্য৷ মৃতদেহ ময়নাতদন্তের পরই জানা যাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ