রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা ও যাত্রী অভিযোগ ব্যবস্থাপনার পর্যালোচনা এনএফ রেলের জিএম চেতন কুমারের
গুয়াহাটি, ১২ মে (হি.স.) : রেলওয়ে পরিসরে স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সর্ব্বোচ্চ মান বজায় রাখতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব কামাখ্যা কোচিং ডিপো পরিদর্শন করেছেন। আজ সোমবার পরিদর্শনকালে জিএম শ্রীবাস্ত
কামাখ্যা কোচিং ডিপো পরিদর্শন এনএফ রেলের জিএম চেতন কুমারের


গুয়াহাটি, ১২ মে (হি.স.) : রেলওয়ে পরিসরে স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সর্ব্বোচ্চ মান বজায় রাখতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব কামাখ্যা কোচিং ডিপো পরিদর্শন করেছেন।

আজ সোমবার পরিদর্শনকালে জিএম শ্রীবাস্তব সামগ্রিক পরিচ্ছন্নতা প্রক্রিয়া পর্যালোচনা করেন এবং অন-বোর্ড হাউসকিপিং সেবা (ওবিএইচএস) কর্মীদের পাশাপাশি স্টেশন এবং কোচিং ডিপোর সাফাই কর্মীদের কর্ম প্রদর্শন মূল্যায়ন করেন। তিনি কামাখ্যা কোচিং ডিপোতে কোচের বাইরের অংশের ড্রোন-ভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিদর্শন করেছেন।

ট্রেনের কোচের অভ্যন্তরীণ অংশের পরিষ্কার পদ্ধতিও নিরীক্ষণ করেছেন জিএম, যাতে নির্ধারিত পরিষ্কারকরণের মানদণ্ড বজায় রাখা হয়। এই পরিদর্শন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পরিষ্কারকরণ এবং যাত্রী-হিতৈষী রেলওয়ে সুবিধাসমূহ বহাল রাখার জন্য নিয়মিত নিরীক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং কর্মচারীদের দায়িত্বশীলতা বজায় রাখার তৎপরতাকেই তুলে ধরে।

জেনারেল ম্যানেজারে সাফাই কর্মচারী এবং তত্ত্বাবধায়কদের সাথে মত বিনিময় করেন, তাদের নিয়মিত স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবং যাত্রীদের কাছ থেকে পাওয়া অভিযোগসমূহের প্রতি এবং রেল মদত অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলি দ্রুত সাড়া দিতে উৎসাহিত করেন। তিনি গুরুত্ব সহকারে বলেন, কার্যকরী পরিচ্ছন্নতার ব্যবস্থা হচ্ছে কেবল যাত্রীদের সুবিধা প্রদান করাই নয়, অপরদিকে রেলওয়ে কর্মীদের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে একটি পরিষ্কার এবং অধিক উপযুক্ত রেলওয়ে ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা ভারতীয় রেলওয়ের উন্নত মানসম্পন্ন সেবার বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande