ঝড়ে ক্ষতিগ্রস্ত বামুটিয়া ঘুরে দেখলেন বিধায়ক নয়ন সরকার
আগরতলা, ১২ মে (হি.স.) : ত্রিপুরার সিপিআইএম বিধায়ক নয়ন সরকার ঝড়ে তছনছ হওয়া বামুটিয়া এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাচি ত্রাণের আশ্বাস দিয়েছেন। রবিবার থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সাথে ঝড় বইছে। পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকায় ব্যাপক ক
বিধায়ক নয়ন সরকার


আগরতলা, ১২ মে (হি.স.) : ত্রিপুরার সিপিআইএম বিধায়ক নয়ন সরকার ঝড়ে তছনছ হওয়া বামুটিয়া এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাচি ত্রাণের আশ্বাস দিয়েছেন।

রবিবার থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সাথে ঝড় বইছে। পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর, বিদ্যুতের লাইন, কৃষিক্ষেত এবং গাছপালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকার বিধায়ক নয়ন সরকার সোমবার বিভিন্ন ঝড়-দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর তিনি মোহনপুরের এসডিএম-এর সাথে যোগাযোগ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য তাৎক্ষণিক ত্রাণ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিধায়ক নয়ন সরকার যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা পুনরায় চালু করার জন্য ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande