বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে আগুন; মৃত্যু ৫ জনের, আহত ৩
বাহরাইচ, ২৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচে ভয়াবহ আগুন লাগল একটি রাইস মিলে। শুক্রবার বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও আহত হয়েছেন ৩ জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ
বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে আগুন; মৃত্যু ৫ জনের, আহত ৩


বাহরাইচ, ২৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচে ভয়াবহ আগুন লাগল একটি রাইস মিলে। শুক্রবার বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও আহত হয়েছেন ৩ জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

শুক্রবার বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে আগুন লাগে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে দরগাহ থানা এলাকায়। দমকল অফিসার বিশাল গণ্ড বলেছেন, আমি খবর পেয়েছি, রাজগড়িয়া ফুডসে আগুন লেগেছে। আমরা দু'টি দমকলের ইঞ্জিন পাঠিয়েছি। আমরা দেখতে পাই, ড্রায়ার থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণ পরীক্ষা করার জন্য ৮ জন উপরে উঠেছিলেন। ধোঁয়ার কারণে তাঁরা অজ্ঞান হয়ে পড়েছিলেন। দমকল বাহিনী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মধ্যে ৫ জন মারা গিয়েছেন এবং তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

সিএমএস ডাঃ এম. এম. ত্রিপাঠী বলেছেন, ৮ জনকে নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে ৫ জন মারা গিয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে। তিনজনের অবস্থা স্থিতিশীল। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাহরাইচে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande