নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভ্যাটিকান সিটির সেন্ট পিটারের ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, রাষ্ট্রপতি জি ভারতের জনগণের পক্ষ থেকে পরম পবিত্র পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজের প্রতি তাঁর সেবা বিশ্ব সর্বদা স্মরণে রাখবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ