কৈলাস মানস সরোবর যাত্রা : বাছাই প্রক্রিয়ার জন্য আবেদন উন্মুক্ত
নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): বিদেশ মন্ত্রক চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত কৈলাস মানস সরোবর যাত্রা ২০২৫ শুরু করতে চলেছে। লিপুলেখ পাস দিয়ে পাঁচটি এবং নাথু লা পাস দিয়ে দশটি ব্যাচ আয়োজন করা হবে, প্রতিটি ব্যাচে ৫০ জন তীর্থযাত্রী থাকবেন। আবেদন উ
সুখবর, ৩০ জুন থেকে উত্তরাখণ্ড রুটে শুরু হবে কৈলাস মানস সরোবর যাত্রা


নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): বিদেশ মন্ত্রক চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত কৈলাস মানস সরোবর যাত্রা ২০২৫ শুরু করতে চলেছে। লিপুলেখ পাস দিয়ে পাঁচটি এবং নাথু লা পাস দিয়ে দশটি ব্যাচ আয়োজন করা হবে, প্রতিটি ব্যাচে ৫০ জন তীর্থযাত্রী থাকবেন। আবেদন উন্মুক্ত হয়েছে এবং সম্পূর্ণ আবেদন ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড।

বিদেশ মন্ত্রক আয়োজিত কৈলাস মানস সরোবর যাত্রা এই বছরের জুন থেকে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বছর পাঁচটি ব্যাচ, প্রতিটি ব্যাচে ৫০ জন যাত্রী এবং ১০টি ব্যাচে ৫০ জন যাত্রী, যথাক্রমে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস অতিক্রম করে এবং সিকিম রাজ্যের নাথু লা পাস অতিক্রম করে ভ্রমণ করবে। এতে বলা হয়েছে, kmy.gov.in ওয়েবসাইটটি আবেদন গ্রহণের জন্য উন্মুক্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande