নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার জন্য দেশের সমস্ত সংবাদমাধ্যম ও চ্যানেলগুলির উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পহেলগাম হানার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয় প্রকাশ করার সময় সর্বোচ্চ দায়িত্ব পালন এবং বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও বলা হয়েছে, বিশেষ করে, প্রতিরক্ষা অভিযান বা সেনার গতিবিধি সম্পর্কিত 'উৎস-ভিত্তিক' তথ্যের উপর ভিত্তি করে কোনও রিয়েল-টাইম কভারেজ, ভিজ্যুয়াল সম্প্রচার বা প্রতিবেদন করা উচিত নয়। সংবেদনশীল তথ্যের প্রকাশ অসাবধানতাবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে এবং অভিযানের কার্যকারিতা এবং সেনাবাহিনীর নিরাপত্তা বিপন্ন করতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ