হিন্দু সমাজের নিজের ধর্মের মূল্যবোধ বোঝা উচিত: মোহন ভাগবত
নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান ডঃ মোহন ভাগবত বলেন যে, হিন্দু সমাজ আগে হিন্দু ধর্মকে সঠিকভাবে অনুধাবন করুক। হিন্দু ম্যানিফেস্টো নামে একটি বইয়ের উদ্বোধনের সময় তিনি বলেন যে, রাজার কর্তব্যই হলো সমাজ এবং নাগরিকদের
হিন্দু সমাজের নিজের ধর্মের মূল্যবোধ বোঝা উচিত: মোহন ভাগবত


হিন্দু ম্যানিফেস্টো বইয়ের উদ্বোধন


নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান ডঃ মোহন ভাগবত বলেন যে, হিন্দু সমাজ আগে হিন্দু ধর্মকে সঠিকভাবে অনুধাবন করুক। হিন্দু ম্যানিফেস্টো নামে একটি বইয়ের উদ্বোধনের সময় তিনি বলেন যে, রাজার কর্তব্যই হলো সমাজ এবং নাগরিকদের রক্ষা করা। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সভ্যতা ভবিষ্যতের দিশা খুঁজছে। একমাত্র ভারতই তাদের এই পথ দেখাতে পারে, তবে তার আগে ভারতকে পূর্ণ দৃষ্টি নিয়ে একটি সক্ষম ও শক্তিশালী ভারত হিসেবে দাঁড়াতে হবে।

আইআইটি খড়গপুরের স্নাতক এবং সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দের গবেষণা ভিত্তিক এবং সময়োপযোগী বই দ্য হিন্দু ম্যানিফেস্টোর প্রশংসা করে ডঃ মোহন ভাগবত বলেন যে, এই বইটি ভবিষ্যতের জন্য একটি পথ তৈরি করবে এবং এটি হিন্দু ধর্মের বৌদ্ধিক ও এর বৈশ্বিক দৃষ্টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে। ডঃ মোহন ভাগবত বলেন যে, সময়ের প্রয়োজনেই সনাতন হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। তিনি আরও বলেন, এটা সত্য যে আমরা কখনও কাউকে আক্রমণ করিনি এবং আমাদের অহিংসার ভাবনা হলো মানুষের চিন্তাধারা পরিবর্তন করার জন্য। কিন্তু কেউ যদি তার চিন্তাধারা পরিবর্তন না করে, তখন তাকে শাস্তি দেওয়াও ধর্ম। রাম ও রাবণের যুদ্ধে আমরা তা দেখেছি। এই উপলক্ষ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ যোগেশ কুমার হিন্দু দর্শনকে বিশ্বের শ্রেষ্ঠ দর্শন বলে অভিহিত করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande