গত ১০ বছরে ইলেকট্রনিক্স উৎপাদন পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে : অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম নির্দেশিকা ও অনলাইন পোর্টালের সূচনা করেছেন। সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রিসভা ইলেকট্রনিক্স স
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম নির্দেশিকা ও অনলাইন পোর্টালের সূচনা করেছেন। সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রিসভা ইলেকট্রনিক্স সরবরাহ শৃঙ্খলে ভারতকে আত্মনির্ভর করার জন্য ২২ হাজার ৯১৯ কোটি টাকার তহবিল দিয়ে এই প্রকল্পটি অনুমোদন করেছে। শিল্পের সঙ্গে নিবিড় পরামর্শের মাধ্যমে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।

১ মে থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণের জন্য এই প্রকল্পটি উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব বলেন, গত ১০ বছরে ইলেকট্রনিক্স উৎপাদন ৫ গুণ এবং ইলেকট্রনিক্স রফতানি ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমে বৃহৎ বিনিয়োগ আকর্ষণ করে একটি শক্তিশালী কম্পোনেন্ট ইকোসিস্টেম তৈরির লক্ষ্য রাখে, ভারতীয় কোম্পানিগুলিকে গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে একীভূত করে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি করে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande