নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন সিব্বল, তিনি বলেছেন, সমগ্র দেশ প্রধানমন্ত্রীর পাশে আছে।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কপিল সিব্বল বলেছেন, প্রধানমন্ত্রীর জন্য আমার কিছু পরামর্শ আছে। সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে সকলের কাছ থেকে আলোচনা ও পরামর্শ নেওয়া যায়। দেশ তাঁর পাশে আছে। একজন সন্ত্রাসী আদতে সন্ত্রাসীই হয়, তার কোনও ধর্ম নেই। দেশের অনুভূতি বিশ্বের সামনে প্রকাশ করার জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করতে হবে। আমাদের উচিত আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চিন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া এবং দক্ষিণ আমেরিকার মতো দেশে ক্ষমতাসীন এবং বিরোধী দলের এমপিদের একটি প্রতিনিধিদল পাঠানো, যাতে আমরা বিশ্বব্যাপী পরিস্থিতি সম্পর্কে তাদের জানাতে পারি। আমরা যদি এই পদক্ষেপ না নিই, তবে আমরা কূটনৈতিক চাপ তৈরি করতে পারব না।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ