উদয়পুরে ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় প্রিয়াঙ্কা পালকে আদালতে সোপর্দ
উদয়পুর (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : গোমতী জেলার উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলার অভিযুক্ত প্রিয়াঙ্কা পালকে শুক্রবার গোমতী জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়েছে।অভিযুক্ত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার স্ত্রী প্রিয়াঙ্কাকে গত ২১ এপ্রিল পশ্
মানব পাচারকারী আটক করল পুলিশ


উদয়পুর (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : গোমতী জেলার উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলার অভিযুক্ত প্রিয়াঙ্কা পালকে শুক্রবার গোমতী জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়েছে।অভিযুক্ত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার স্ত্রী প্রিয়াঙ্কাকে গত ২১ এপ্রিল পশ্চিমবঙ্গের শিলিগুড়ির প্রধান নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।

বৃহস্পতিবার তাকে উদয়পুর মহিলা থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আদালত অভিযুক্তকে একদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। শুক্রবার তাকে আবার আদালতে হাজির করা হয়েছে।

জানা গিয়েছে, এইচডিএফসি ব্যাঙ্কের উদয়পুর শাখার ৮২ লক্ষ টাকার ফিক্সড-ডিপোজিট কেলেঙ্কারিতে প্রিয়াঙ্কা পাল ছিল পুলিশের পঞ্চম গ্রেফতার। এর আগে, ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার অভিষেক সরকার, পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা এবং আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছিল। জয়ন্ত আর.কে. পুর থানার সাইবার সেলের সাথে যুক্ত ছিলেন।

এই ঘটনার সাথে সম্পর্কিত চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি অভিযোগ নিয়তি সরকার, সুনীতি দত্ত সেন এবং লোপামুদ্রা হোমরয়ের এবং অন্যটি ব্যাঙ্কের।

তিন গ্রাহকের অভিযোগ, মেয়াদপূর্তির আগে তাদের স্থায়ী আমানত ব্যাঙ্ক থেকে অনুমোদন ছাড়াই উঠিয়ে নেওয়া হয়েছে। উদয়পুরের এসডিপিও নির্মাণ দাস মামলাটি তদন্ত করছেন। এসডিপিও সন্দেহ করছেন এই ঘটনায় আরও অনেক লোক জড়িত।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande