কেদারনাথ পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখসচিব, খতিয়ে দেখলেন প্রস্তুতি
কেদারনাথ, ২৬ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্য সচিব আনন্দ বর্ধন শনিবার কেদারনাথ ধামে পৌঁছে আসন্ন চারধাম যাত্রার প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন। তাঁর সফরকালে তিনি প্রথমে কেদারনাথের পুনর্নির্মাণ কাজের পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের
কেদারনাথ পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখসচিব, খতিয়ে দেখলেন প্রস্তুতি


কেদারনাথ, ২৬ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্য সচিব আনন্দ বর্ধন শনিবার কেদারনাথ ধামে পৌঁছে আসন্ন চারধাম যাত্রার প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন। তাঁর সফরকালে তিনি প্রথমে কেদারনাথের পুনর্নির্মাণ কাজের পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্য সচিব এরপর মন্দাকিনী ও সরস্বতী নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটিও পরিদর্শন করেন।

তিনি জানান, এই সেতুর কাজ সম্পন্ন হয়েছে, যা যাত্রীদের আরও সুবিধা এবং স্বাচ্ছন্দ্য প্রদান করবে। তিনি আস্থা পথে নির্মিত আশ্রয়কেন্দ্রগুলিও পরিদর্শন করেন। এই সময় তিনি বলেন, ভক্তদের সুবিধার্থে, এই বৃষ্টি আশ্রয়কেন্দ্রগুলিতে এলইডি সাইনবোর্ড স্থাপন করা উচিত, যাতে যাত্রীরা কোথায় শৌচাগার, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে স্পষ্ট তথ্য পেতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande