জিবি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ
আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ আগরতলায় জিবি হাসপাতালে৷ মৃতার নাম পূজা দাস৷ বয়স তেইশ বছর৷ শনিবার সকালে পূজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিবারের লোকজনের চোখের সামনেই৷ মেয়ের মৃত্যুর জন্য হাসপা
শ্রমিকের মৃত্যু


আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ আগরতলায় জিবি হাসপাতালে৷ মৃতার নাম পূজা দাস৷ বয়স তেইশ বছর৷ শনিবার সকালে পূজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিবারের লোকজনের চোখের সামনেই৷ মেয়ের মৃত্যুর জন্য হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন বাবা সুদীপ দাস৷

তিনি জানিয়েছে, প্রায় তিন বছর ধরে পূজা অসুস্থ৷ প্রতি মাসে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়৷ রক্ত দিতে হয় তার দেহে৷ প্রতিবারের মতো শনিবারও তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ প্রথমে একটি ব্যাথার ইঞ্জেকশন দেওয়া হয়৷ ইঞ্জেকশন দেওয়ার পর পূজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ বিষয়টি দেখে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের জনান পূজার বাবা সুদীপ দাস৷ কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা সাথে সাথেই খবর দেন সার্জারির চিকিৎসককে৷ দীর্ঘ সময় পরও সার্জারির চিকিৎসক আসেননি৷ বাবা সহ পরিবারের লোকজনের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পূজা দাস৷

এই ঘটনার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেন সুদীপ দাস৷ তিনি বলেন, যদি সঠিক সময়ে চিকিৎসক আসতেন তাহলে হয়তো পূজাকে বাঁচানো যেত৷ যুবতী মেয়ের মৃত্যুতে পরিবারের লোকজন হাসপাতালেই কান্নায় ভেঙ্গে পড়েন৷ পূজার বাড়ি আগরতলায় স্বামী বিবেকানন্দ আবাসনে৷ বাবা পেশায় অটো চালক৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ মেয়েকে চিকিৎসা করিয়ে যাচ্ছিলেন৷ মুখ্যমন্ত্রী সমীপেষুতেও নাকি তিনি গিয়েছিলেন মেয়ের চিকিৎসার ব্যাপারে সহায়তার জন্য৷

এদিকে, এই ঘটনার বিষয়ে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে জানিয়েছেন তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন৷ যদি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন গাফিলতি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande