দুর্গাপুর, ২৬ এপ্রিল (হি.স.) : মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম শম্পা টিকাইত (৩৪)। তিনি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাসিন্দা হলেও স্বামীর কর্মসূত্রে দুর্গাপুরের রায়ডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকতেন। শম্পাদেবীর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার দুপুরে স্কুটিতে করে মেয়েকে আনতে যাচ্ছিলেন শম্পাদেবী। বাঁকুড়া মোড়ে পৌঁছলে ওভারব্রিজ থেকে আসা একটি বেপরোয়া ডাম্পার তাঁর স্কুটিতে সজোরে ধাক্কা মারে।
চালক ও খালাসি ডাম্পার ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শম্পাদেবীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ডাম্পারটি আটক করেছে এবং চালক-খালাসির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা