ছয় দফা দাবিতে আন্দোলনের ঘোষণা বাম যুব সংগঠনগুলির
কৈলাসহর (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : শনিবার ঊনকোটি জেলার কৈলাসহরে সিপিআইএম এর দলীয় অফিসে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ও উপজাতি যুব ফেডারেশন (টিওয়াইএফ)-এর কৈলাসহর ও কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সা
সাংবাদিক সম্মেলন


কৈলাসহর (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : শনিবার ঊনকোটি জেলার কৈলাসহরে সিপিআইএম এর দলীয় অফিসে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ও উপজাতি যুব ফেডারেশন (টিওয়াইএফ)-এর কৈলাসহর ও কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিওয়াইএফ কৈলাসহর মহকুমা সম্পাদক মোহন দেববর্মা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বাসুদেব ভট্টাচার্য্য, কৈলাসহর মহকুমা সম্পাদক বিশু দাস, সদস্য রাহাত চৌধুরি পলাশ এবং কুমারঘাট মহকুমা সভাপতি জয়দেব পাল প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাসুদেব ভট্টাচার্য্য জানান, রাজ্য ভিত্তিক তিন দফা এবং স্থানীয় তিন দফা মিলিয়ে মোট ছয় দফা দাবির ভিত্তিতে আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় জেলা শাসকের অফিস অভিমুখে মিছিল সংগঠিত করা হবে। মিছিল শেষে জেলা শাসককে ডেপুটেশন প্রদান করা হবে এবং জেলা শাসকের অফিস প্রাঙ্গণে ধর্ণা কর্মসূচি পালিত হবে।

ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল, অবিলম্বে বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাজ্যের বিভিন্ন অঞ্চলে চুরি, রাহাজানি, চোরাচালান এবং মাফিয়া কার্যকলাপ বন্ধ করা, প্রয়াত জননেতা ও স্বাধীনতা সংগ্রামী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনঃস্থাপন, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা ও পানীয় জলের সুব্যবস্থা এবং রাস্তাঘাটের অবিলম্বে সংস্কার।

নেতৃবৃন্দ বলেন, এই দাবিগুলি যুব সমাজের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অপরিহার্য। তারা প্রশাসনকে সতর্ক করে দেন যে, যদি দাবিগুলি অবিলম্বে পূরণ না হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande