অন্ডালে বালি বোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু আশাকর্মীর
দুর্গাপুর, ২৬ এপ্রিল (হি.স.) : অন্ডালের বক্তারনগর এলাকায় বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক আশাকর্মীর। মৃতার নাম কাজলী সাধু (৪২), তিনি মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাজ শেষে স্বামী ও ছেলের সঙ্গ
অন্ডালে বালি বোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু আশাকর্মীর


দুর্গাপুর, ২৬ এপ্রিল (হি.স.) : অন্ডালের বক্তারনগর এলাকায় বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক আশাকর্মীর। মৃতার নাম কাজলী সাধু (৪২), তিনি মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাজ শেষে স্বামী ও ছেলের সঙ্গে স্কুটিতে বাড়ি ফিরছিলেন কাজলী দেবী। বক্তারনগরের কাছে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে ছিটকে পড়ে স্বামী ও ছেলে রক্ষা পেলেও, কাজলী দেবী লরির চাকায় পিষ্ট হন।

দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স বা কোনও গাড়ি না পাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। পরে অন্ডাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande