শ্রীনগর, ২৬ এপ্রিল (হি.স.) : পহেলগাম হামলার পর কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সীমান্ত এলাকায় পহেলগাম হামলার সঙ্গে যুক্ত সন্দেহে কয়েকজন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মাঝেই সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙতে তল্লাশি চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ। শনিবার পর্যন্ত ১৭৫ জনকে আটক করা হয়েছে অনন্তনাগে।
উল্লেখ্য , জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক। দু’দশকের ব্যবধানে আবারও কাশ্মীরে বড় হামলার শিকার পর্যটকেরা। জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা আরও একবার নাড়িয়ে দিয়েছে ভারতকে। এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। বিদেশ থেকেও এসেছে শোকবার্তা। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য