পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান সুস্থ ও নিরাপদ আছেন, জানালেন কল্যাণ
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): পাকিস্তানি রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার বাসিন্দা বিএসএফের পূর্ণম কুমার সাউ। ঘরের ছেলে কবে ঘরে ফিরবে, হলফ করে বলতে পারছে না কেউই। উদ্বেগ ক্রমশ বাড়ছে। শনিবার বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেন হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ
পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান সুস্থ ও নিরাপদ আছেন, জানালেন কল্যাণ


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): পাকিস্তানি রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার বাসিন্দা বিএসএফের পূর্ণম কুমার সাউ। ঘরের ছেলে কবে ঘরে ফিরবে, হলফ করে বলতে পারছে না কেউই। উদ্বেগ ক্রমশ বাড়ছে। শনিবার বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেন হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ সুস্থ ও নিরাপদ আছেন বলে এদিন জানান কল্যাণবাবু। ডিজি তাঁকে জানান, পূর্ণম সুস্থ রয়েছেন। তাঁকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

পরে ফেসবুকে এই খবর জানান কল্যাণ। তৃণমূল সাংসদ লিখেছেন, পূর্ণমকে দেশে ফেরাতে সরকার সব ধরনের চেষ্টা করছে। ডিজি বলেছেন, পূর্ণম সুস্থ ও নিরাপদে আছেন। পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে, তবে শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। এরপরই জঙ্গি নিধনে কড়া পদক্ষেপ করে ভারত। সীমান্তে তল্লাশি অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে যান বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সাউ।

তিনি একটি খামারের কাছে ডিউটি দিচ্ছিলেন। রুটিন ভিজিটের সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। অজান্তে এমন কাজ করে ফেললেও সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে পাকিস্তান রেঞ্জার্স অর্থাৎ পাকিস্তান সেনার সদস্যরা। সেনা সূত্রে জানা গেছে, সিং ইউনিফর্মে ছিলেন, হাতে ছিল সার্ভিস রাইফেল। তিনি ছিলেন কয়েকজন কৃষকের সঙ্গে, বিশ্রামের জন্য ছায়া খুঁজতে গিয়ে এই ঘটনা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande