কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি)-র নেতা বিলাবল ভুট্টো জারদারি। তিনি বলেন, ‘‘সিন্ধু আমাদের। হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে, নয়তো সিন্ধু দিয়ে ওদের (ভারতীয়) রক্ত বইবে।’’
বিলাবল ভুট্টো জারদারির এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, বাজে কথা বলা পাকিস্তানের পুরানো অভ্যাস। রবিবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, পাকিস্তানে রক্ত বইছে। কখনও আল কায়েদা হত্যা করছে, কখনও আফগানিস্তান হত্যা করছে এবং আমরাও হত্যা করতে পারি, আমরা তাদের ছোট ছোট নমুনা দিয়েছি মাত্র। তারা এখনও শিশু, এই ধরনের বাজে কথা বলা পাকিস্তানের পুরনো অভ্যাস। এতে কোনও পার্থক্য হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ