শর্ট সার্কিটে বেডশিটের গুদামে ভয়াবহ আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি
জয়পুর, ২ জানুয়ারি (হি.স.): জয়পুরের সঞ্জয় সার্কেল থানা এলাকার সিকার হাউস কাপড় মার্কেটের একটি বেডশিটের গুদামে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামটি একটি বহুতলের তৃতীয় তলায় অবস্থিত। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় এলাকায
শর্ট সার্কিটে বেডশিটের গুদামে ভয়াবহ আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি


জয়পুর, ২ জানুয়ারি (হি.স.): জয়পুরের সঞ্জয় সার্কেল থানা এলাকার সিকার হাউস কাপড় মার্কেটের একটি বেডশিটের গুদামে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামটি একটি বহুতলের তৃতীয় তলায় অবস্থিত। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সরু রাস্তার কারণে দমকলের গাড়ি সরাসরি গুদামে পৌঁছাতে না পারায় পাশের ভবনে উঠে আগুন নেভানোর কাজ চালাতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলে অনুমান করা হচ্ছে।

ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে গুদামে থাকা কাপড়সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande