
যোধপুর, ২ জানুয়ারি (হি.স.): রাজস্থানের যোধপুর জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল সাইবার প্রতারণার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ করল| ২৫৯টি অভিযোগের নিষ্পত্তি করে মোট ৯৬ লক্ষ ৫০ হাজার ৫৯৬ টাকা প্রতারিতদের ফেরত দিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাইবার সুরক্ষা সংক্রান্ত গাইডলাইনও জারি করা হয়েছে।
শুক্রবার গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, ২০২৫ সালে ৮২টি সাইবার প্রতারণার মামলায় ৩০ লক্ষ ৩১ হাজার ৯১ টাকা ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ১.২৩ কোটি টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোল্ড করা হয়েছে। এছাড়া প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের ১৩৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সাইবার অপরাধ দমনে ১৭ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ৩২৫টি সাইবার সচেতনতা কর্মসূচি চালানো হয়েছে। এ পর্যন্ত ২,৩১১টি মোবাইল সিম ব্লক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাইবার অপরাধ দমন ও অর্থ ফেরত নিশ্চিত করার জন্য সাইবার সেলের হেড কনস্টেবল মোহনরাম, কনস্টেবল পুখরাজ ও দয়াল সিংহকে পুরস্কৃত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য