
শ্রীরামপুর, ২ জুন (হি. স.) : হুগলি জেলার শ্রীরামপুর রেলওয়ে টিকিট কাউন্টারের কাছে অবৈধভাবে জুয়া- সাট্টা খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে কিছু সমাজবিরোধীর বিরুদ্ধে।
অভিযোগ, শ্রীরামপুর রেলওয়ে টিকিট কাউন্টারের কাছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুয়া-সাট্টা খেলা চলছিল। বুধবার রাতে, স্থানীয় বিজেপি কর্মী রায়ান দাস যখন এর প্রতিবাদ করেন তখন তার উপর হামলা চালায় সমাজবিরোধী কিছু মানুষ। ওই বিজেপি কর্মীকে গুরুতর আহত অবস্থায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবারের এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রাজ্য বিজেপি নেতা কিষাণ সাও বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে, স্থানীয় প্রশাসনের সুরক্ষায় চাঁপদানি বিধানসভা কেন্দ্র জুড়ে জুয়া এবং সাট্টার মতো অবৈধ কার্যকলাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের কর্মী যখন অবৈধ সাট্টার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের জুয়া-মাফিয়ারা তাকে খুন করার চেষ্টা করে। আমাদের কর্মীর প্রতিটি রক্তবিন্দুর জন্য জবাবদিহি করতে হবে,। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত হন এবং সকলেই ঘটনার নিন্দা করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি