
খারগোন, ২ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের খারগোনে জেলায় নর্মদা নদীর তীরে অন্তত ২০০টি টিয়ার দেহ উদ্ধার হয়েছে। বন দফতরের আধিকারিকেরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার জেরে পাখিগুলির মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে নদীর ধারে পাখির দেহ উদ্ধার হচ্ছিল। বেশ কিছু পাখিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তবে বিষক্রিয়া এতটাই প্রবল ছিল যে পরে সেগুলির মৃত্যু হয়েছে। পরীক্ষায় বার্ড-ফ্লুয়েরও অস্তিত্ব মিলেছে বলে জানা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ