পহেলগাম হামলার তদন্তে এনআইএ, দায়িত্বভার গ্রহণ জাতীয় তদন্তকারী সংস্থার
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর পুলিশকে এই সন্ত্রাসী হামলার তদন্তে সাহায্যে করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পহেলগামে জঙ্গি হামলার ঘটনা
পরিযায়ী শ্রমিক হত্যা মামলা : কাশ্মীরের ৬টি ঠিকানায় তল্লাশি এনআইএ-র


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর পুলিশকে এই সন্ত্রাসী হামলার তদন্তে সাহায্যে করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পহেলগামে জঙ্গি হামলার ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গে যায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই আনুষ্ঠানিকভাবে পহেলগাম জঙ্গি হামলার তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের, তাঁদের মধ্যে একজন আবার নেপালের নাগরিক। এই জঙ্গি হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। হামলার পরে উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। কয়েক জনকে আটকও করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত তিন জনের স্কেচ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এবার এই হামলার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande