সিরসা, ২৭ এপ্রিল (হি.স.): মাদক-মুক্ত হরিয়ানার লক্ষ্যে জোরদার প্রচার অভিযান চালাচ্ছে হরিয়ানা সরকার। এই লক্ষ্যে রবিবার সাইক্লোথন ২.০-এর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। রবিবার সকালে পতাকা নেড়ে সাইক্লোথন ২.০-এর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই সাইক্লোথন ২.০-তে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, হরিয়ানার যুবক, বৃদ্ধ, মহিলা এবং প্রতিটি নাগরিক এখন সংকল্প করেছেন, আমাদের মাদকের অপব্যবহার বন্ধ করতে হবে এবং হরিয়ানাকে মাদকমুক্ত হরিয়ানা করতে হবে। এই যাত্রা মাদকের অপব্যবহারের বিরুদ্ধে একটি জনআন্দোলনের রূপ নিয়েছে। আমরা চাই আমাদের হরিয়ানার যুবকরা সুস্থ এবং শক্তিশালী হোক।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ