৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু ৭ মে
কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): সোমবার প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার প্রাথমিক শুনানি হয় কলকাতা হাই কোর্টে। ঠিক হয়েছে মূল মামলার শুনানি শুরু হবে আগামী ৭ মে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটি শুনবে। প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ও
৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু ৭ মে


কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): সোমবার প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার প্রাথমিক শুনানি হয় কলকাতা হাই কোর্টে। ঠিক হয়েছে মূল মামলার শুনানি শুরু হবে আগামী ৭ মে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটি শুনবে। প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিনই মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি জানিয়েছেন, একসঙ্গে একাধিক আইনজীবীর বক্তব্য শোনার মতো সময় নেই আদালতের। তাই যে আইনজীবীদের বক্তব্য, বিষয় একই, কোনও এক জনের নেতৃত্বে তাঁদের আদালতে নিজেদের বক্তব্য একসঙ্গে পেশ করতে হবে। এর আগে এই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। তার পর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি পাঠান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে।

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। তারই শুনানি হল সোমবার।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande