মানকাচরে ৩৬ হাজার নেশার ক্যাপসুল সহ গ্ৰেফতার এক
মানকাচর (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত মানকাচরে ৩৬ হাজার নেশার ক্যাপসুল সহ এক মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে পুলিশ।আজ মানকাচর থানার ওসি জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (সোমবার) রাত প্রায় ১০.৩০টা নাগাদ তাঁর নেতৃত
মাদক সহ গ্রেফতার_প্রতিনিধিত্বমূলক


মানকাচর (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত মানকাচরে ৩৬ হাজার নেশার ক্যাপসুল সহ এক মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে পুলিশ।আজ মানকাচর থানার ওসি জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (সোমবার) রাত প্রায় ১০.৩০টা নাগাদ তাঁর নেতৃত্বে পুলিশের এক দল ‘আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’-এর নিকটবর্তী নিউমাৰ্কেটে হানা দিয়ে এই সাফল্য অর্জন করেছে।অভিযান চালিয়ে বোয়ালিয়াগাঁওয়ের বাসিন্দা জনৈক সালিবর রহমানের ছেলে আমিনুর ইসলামকে আটক করা হয়। তার হেফাজত থেকে প্লাস্টিকের একটি ব্যাগ থেকে ট্ৰামাডল হাইড্ৰোক্লোরাইড, অ্যাসিটামিনোফেন এবং ডাইসাইক্লোমাইন হাইড্ৰোক্লোরাইড ব্র্যান্ডের ৩৬ হাজারটি ক্যাপসুল বাজেয়াপ্ত করেছেন তাঁরা।

রাতে মাদক ক্যাপসুল সহ আমিনুর ইসলামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় তাকে গ্ৰেফতার করা হয়েছে, জানান ওসি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande