উন্মাদনা দিঘায়, জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাজোসাজো রব
দীঘা, ২৯ এপ্রিল (হি.স.): বাঙালির আবেগ দীঘার সঙ্গে এবার যুক্ত হচ্ছে ভক্তির রূপকথা। দীঘার নতুন পরিচয় হতে চলেছে জগন্নাথধাম হিসাবে। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মুখ্যমন্ত্রীর হাতে দ্বারোদ্ঘাটন হবে নতুন শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরের। তারপর সমস্ত ধর্মীয় রীতিনী
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই দীঘাতে মহাযঞ্জের তদারকি


দীঘা, ২৯ এপ্রিল (হি.স.): বাঙালির আবেগ দীঘার সঙ্গে এবার যুক্ত হচ্ছে ভক্তির রূপকথা। দীঘার নতুন পরিচয় হতে চলেছে জগন্নাথধাম হিসাবে। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মুখ্যমন্ত্রীর হাতে দ্বারোদ্ঘাটন হবে নতুন শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরের। তারপর সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রার। জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাজোসাজো রব দীঘায়।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য এবং প্রশাসনের সর্বোচ্চ কর্তারা দীঘায় পৌঁছেছেন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে বহু মানুষ দীঘায় আসছেন। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে দীঘাকে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। চোখধাঁধানো আলোকসজ্জায় সেজে উঠেছে পথঘাট।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande