বিশালগড় (ত্রিপুরা), ২৯ এপ্রিল (হি.স.) : নেশার টাকার জোগাড় করতে দিন দুপুরে বিশালগড় বাইপাসে দুটি বাইসাইকেল চুরি করতে এসে গাড়ি সহ আটক দুই চোর। বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে দুই চোরকে গণধোলাই দিল স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই চোরকে অটো সহ উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার দুপুরে টিআর০৬সি১৬৪৮ নম্বরের একটি তিন চাকার পণ্যবাহী অটো নিয়ে দুই চোর সিপাহীজলা জেলার বিশালগড় বাইপাসে যায়। দুই শ্রমিকের বাইসাইকেল চুরি করে অটোতে তুলে নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তাদের আটক করে বিদ্যুতের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। অভিযুক্ত দুই চোরের নাম কৌস্তব সরকার (বাড়ি- আগরতলা) এবং নয়ন দে (বাড়ি-বাগমা)। নয়ম আগরতলায় ভাড়াবাড়িতে থেকে চুরি করে। তাদের কাছ থেকে ব্রাউন সুগারের কন্টেনার, ধারালো অস্ত্র, তালা কাটার তিনটি ব্লেইট উদ্ধার হয়।
জানা গিয়েছে, বিশালগড় বাইপাসে নেশা কারবারির কাছ থেকে ব্রাউন সুগারের কন্টেনার ক্রয় করতে এসেই অভিযুক্ত দুই চোর দুটি বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে আটক হয়। বিশালগড় বাইপাসের প্রতিনিয়ত যে সমস্ত চুরির ঘটনা হয়েছে সবগুলিতেই অভিযুক্ত এই দুই চোর জড়িত বলে দাবি করেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ