‘সেবা ভারতী আইএফএসডিএম’ কর্তৃক প্রকাশিত ‘সেবা সাধনা’র আবরণ উন্মোচন
গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : নামেই যার পরিচয়, তা হচ্ছে ‘সেবা ভারতী’। অহর্নিশ জনসেবায় নিয়োজিত ‘সেবা ভারতী’র কাৰ্যক্ৰম গোটা দেশে বিস্তৃত। উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত প্রান্তেও বিভিন্ন ক্ষেত্রে নাগরিক-সেবায় রাতদিন কাজ করছেন ‘সেবা ভারতী’র কার্যকর্তারা।
বক্তব্য পেশ করছেন বাঁদিক থেকে সেনথিল কুমার এবং জয়ন্ত পাঠক


গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : নামেই যার পরিচয়, তা হচ্ছে ‘সেবা ভারতী’। অহর্নিশ জনসেবায় নিয়োজিত ‘সেবা ভারতী’র কাৰ্যক্ৰম গোটা দেশে বিস্তৃত। উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত প্রান্তেও বিভিন্ন ক্ষেত্রে নাগরিক-সেবায় রাতদিন কাজ করছেন ‘সেবা ভারতী’র কার্যকর্তারা। অনুরূপ একটি ক্ষেত্র ‘সেবা ভারতী ইনস্টিটিউট অব ফায়ার, সেফটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। কথাগুলি বলছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর অখিল ভারতীয় সহ-সেবাপ্রমুখ সেনথিল কুমার।

আজ শনিবার সন্ধ্যায় হেঙেরাবাড়ির বড়বাড়ি ভিআইপি রোডে অবস্থিত ‘সুদৰ্শনালয়’-এর ‘নবকান্ত বরা সভাগৃহ’-এ ‘সেবা ভারতী ইনস্টিটিউট অফ ফায়ার, সেফটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ (এসবিআইএফএসডিএম) কর্তৃক প্রকাশিত ‘সেবা সাধনা’ শীর্ষক পুস্তকের আবরণ উন্মোচনী অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য পেশ করছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর অখিল ভারতীয় সহ-সেবাপ্রমুখ সেনথিল কুমার। প্ৰাসঙ্গিক বক্তব্যে তিনি গোটা দেশের পাশাপাশি উত্তরপূর্বে সেবা ভারতী পূর্বাঞ্চলের কাজকর্মের ওপর বিস্তৃত তথ্য তুলে ধরেছেন।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন প্রধান অতিথি আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ গুয়াহাটির অধ্যক্ষ জয়ন্ত পাঠক। আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য পেশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্র সহ-সেবাপ্রমুখ তথা সেবা ভারতীর পালক সুরেন্দ্র তালখেদকড়।

সম্মিলিতভাবে ‘সেবা সাধনা’র উন্মোচন করেছেন সেনথিল কুমার, জয়ন্ত পাঠক, এসবিআইএফএসডিএম-এর চেয়ারম্যান অখিল কুমার দাস এবং সেবাভারতী পূর্বাঞ্চলের সভাপতি রমেন শর্মা। ডিব্রুগড় বিভাগ সাংগঠনিক সম্পাদক কৃষ্ণকান্ত গগৈয়ের ধন্যবাদ জ্ঞাপন এবং কল্যাণমন্ত্র পাঠের মাধ্যমে এদিনের পুস্তক উন্মোচনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande