গুজরাটে তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণ ও পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস
নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): আগামী বুধবার পর্যন্ত গুজরাট ও রাজস্থানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়া ৭ থেকে ৯ এপ্রিল মধ্যপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর ৭ ও ৮ এপ্রিল দক্ষিণ পঞ্জাব, হরিয়ান
গুজরাটে তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণ ও পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস


নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): আগামী বুধবার পর্যন্ত গুজরাট ও রাজস্থানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়া ৭ থেকে ৯ এপ্রিল মধ্যপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর ৭ ও ৮ এপ্রিল দক্ষিণ পঞ্জাব, হরিয়ানা এবং সংলগ্ন পশ্চিম উত্তর প্রদেশেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে।

এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর ৭ থেকে ৯ এপ্রিল পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। পাশাপাশি দক্ষিণ ভারতের ক্ষেত্রে কেরল এবং মাহে, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বইবে দমকা হাওয়াও।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande