বিজেপির ৪৬-তম প্রতিষ্ঠা দিবস, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ
নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): রবিবার, ৬ এপ্রিল বিজেপি-র ৪৬-তম প্রতিষ্ঠা দিবস। সাফল্যের নিরিখে এখনও পর্যন্ত দেশের শীর্ষে রয়েছে বিজেপিই। প্রতিষ্ঠা দিবসে উৎসবের আবহ গেরুয়া শিবিরে। দলের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন রাজ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। প্রত
বিজেপির ৪৬-তম প্রতিষ্ঠা দিবস, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ


নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): রবিবার, ৬ এপ্রিল বিজেপি-র ৪৬-তম প্রতিষ্ঠা দিবস। সাফল্যের নিরিখে এখনও পর্যন্ত দেশের শীর্ষে রয়েছে বিজেপিই। প্রতিষ্ঠা দিবসে উৎসবের আবহ গেরুয়া শিবিরে। দলের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন রাজ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও।

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, দলের স্থাপনা দিবসে বিজেপির সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা। গত কয়েক দশক ধরে যারা আমাদের দলকে শক্তিশালী করার জন্য আত্মনিয়োগ করেছেন তাঁদের সকলকে আমরা স্মরণ করছি। এই গুরুত্বপূর্ণ দিনটি আমাদের ভারতের অগ্রগতির দিকে কাজ করার এবং একটি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অতুলনীয় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেল আরও লেখেন, ভারতের জনগণ আমাদের দলের সুশাসনের এজেন্ডা দেখতে পাচ্ছেন, যা বিগত বছরগুলিতে আমরা যে ঐতিহাসিক জনাদেশ পেয়েছি তাতেও প্রতিফলিত হয়েছে, তা সে লোকসভা নির্বাচন, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং দেশজুড়ে বিভিন্ন স্থানীয় সংস্থা নির্বাচন হোক। আমাদের সরকার সমাজের সেবা এবং সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে।

১৯৮০ সালে জন্ম নেওয়া বিজেপি-র উত্থান রাতারাতি হয়নি। অটলবিহারী বাজপেয়ী, মুরলি মনোহর যোশী, লালকৃষ্ণ আডবাণীদের লড়াই ছিল দীর্ঘ। সেই সময়ে তৈরি হওয়া ভিতের উপরে দাঁড়িয়েই এখন বড় শক্তি নিয়ে কেন্দ্রের ক্ষমতায় নরেন্দ্র মোদী সরকার। দিল্লি-সহ দেশের একাধিক রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande