সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ
কলকাতা, ৭ এপ্রিল (হি.স.) : সোমবার সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ। টুর্নামেন্টের খেলা হবে ভুবনেশ্বরে। আইএসএল শেষ হচ্ছে ১২ এপ্রিল। তারপর ২০ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ। ফাইনাল খেলা ৩ মে। নকআউট ফরম্যাটে হবে টুর্নামেন্ট। প্রথম দিনেই মাঠে নামবে
সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ


কলকাতা, ৭ এপ্রিল (হি.স.) : সোমবার সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ। টুর্নামেন্টের খেলা হবে ভুবনেশ্বরে। আইএসএল শেষ হচ্ছে ১২ এপ্রিল। তারপর ২০ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ। ফাইনাল খেলা ৩ মে। নকআউট ফরম্যাটে হবে টুর্নামেন্ট। প্রথম দিনেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কেরলের ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলবে মোহনবাগান।

তবে আইলিগের চূড়ান্ত ফলাফল এখনও সরকারিভাবে জানানো হয়নি। এই নিয়ে চিন্তায় আছে এআইএফএফ। তবে মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে রিয়াল কাশ্মীর এফসি। এদিকে মহামেডনের সুপার কাপে খেলা নিয়ে জটিলতা থাকলেও মহামেডানকে সূচিতে রাখা হয়েছে। মহামেডানের খেলা থাকছে ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এদিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জিততে পারে তাহলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালটা হতে পারে ডার্বি ম্যাচ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande