লিভারপুল, ৭ এপ্রিল (হি.স.) : ম্যাচের চতুর্দশ মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের দর্শনীয় গোলে এগিয়ে যাওয়ার পর গোলের পথ হারিয়ে ফেলল লিভারপুল। তারপর অবিশ্বাস্যভাবে ১৪ মিনিটের মধ্যে লিভারপুলের জালে ৩ বার বল পাঠিয়ে জয়ের রাস্তা দেখল ফুলহ্যাম। প্রথমার্ধের ব্যর্থতা আর কাটিয়ে উঠতে পারল না শিরোপা জয়ের দাবিদার লিভারপুল। প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে হেরেছে লিভারপুল।
মাক আলিস্তেরের গোলে পিছিয়ে পড়ার পর ২৩ মিনিটে ফুলহ্যামের রায়ান সেসেনিয়ান সমতায় ফেরায় দলকে। এরপর ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ফুলহ্যামের আলেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে লিভারপুলের লুইস দিয়াস ব্যবধান কমিয়ে আশা জাগালেও আর পরাজয় এড়াতে পারল না।
হারলেও অবশ্য শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শক্ত অবস্থানেই রয়েছে লিভারপুল। ৩১ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। আর সমান ম্যাচে ১১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। আর দুর্দান্ত এই জয়ের পর ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ফুলহ্যাম।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি