চ‍্যানেলে খবরে সাইরেন ব্যবহার না করতে কেন্দ্রের আর্জি
নয়াদিল্লি, ১০ মে (হি.স.): চ‍্যানেলে খবর চালানোর সময় সাইরেন/হুটার ব্যবহার না করার জন্য কেন্দ্রীয় সরকার সংবাদমাধ্যমগুলিকে অনুরোধ করেছে। শনিবার এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রক থেকে জারি করা হয়েছে লিখিত আর্জি। অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের এডিজি উমেশ শর্
চ‍্যানেলে খবরে সাইরেন ব্যবহার না করতে কেন্দ্রের আর্জি


নয়াদিল্লি, ১০ মে (হি.স.): চ‍্যানেলে খবর চালানোর সময় সাইরেন/হুটার ব্যবহার না করার জন্য কেন্দ্রীয় সরকার সংবাদমাধ্যমগুলিকে অনুরোধ করেছে। শনিবার এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রক থেকে জারি করা হয়েছে লিখিত আর্জি।

অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের এডিজি উমেশ শর্মা প্রতিরক্ষা মন্ত্রকের এডিজি (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) রাজকুমারকে এ দিন ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা আইনের নির্দিষ্ট ধারার উল্লেখ করে অনুরোধ করেছেন, কেবল মানুষকে সচেতন করা ছাড়া যেন বিমানহানার সাইরেনের শব্দ না বাজানো হয়। খবরের সঙ্গে নিয়মিত ওই সাইরেন বাজিয়ে গেলে প্রকৃত বিমানহানার সময় অনেকে পর্যাপ্ত সতর্কতা নাও নিতে পারেন।

এই অনুরোধ মানলে অসামরিক প্রতিরক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande