বিলোনিয়া (ত্রিপুরা), ১০ মে (হি.স.) : স্বচ্ছ বিলোনিয়া, সুস্থ বিলোনিয়া আহ্বানকে সামনে রেখে শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি হাতে কখনো দা, কখনো নর্দমা পরিস্কারের ভেলাসা নিয়ে বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্র থানার পুকুরে নেমে পড়েন। বিলোনিয়া থানার পুকুরটি দীর্ঘদিন পরিস্কার করার প্রয়োজন মনে করেনি পুর পরিষদ।
একসময় বিলোনিয়া থানার জলাশয় ছিল পুর পরিষদের গর্ব। থানার আয়ের উৎস। দীর্ঘ সময় সংস্কারের অভাবে পুকুরটি নিজস্বতা হারিয়েছে। জলাশয় নর্দমায় পরিপূর্ণ থাকলেও পাড়ে তৈরী করা হয় বাগান, বসার সিট ইত্যাদি।
অবশেষে দক্ষিন ত্রিপুরা জেলা শাসক নিজ উদ্যোগে একেবারে জলাশয়ে নেমে নিজের হাতে পরিষ্কারের কাজ শুরু করেন। এদিন বিলোনিয়া থানার জলাশয়ে স্বচ্ছতা অভিযানে ছিলেন মহকুমা শাসক, পুর পরিষদের চেয়ারপার্সন, থানার ওসি সহ বিভিন্ন স্বেচ্ছা সেবক এবং উদ্যমী যুবকরা।
বিলোনিয়ার ঐতিহ্যের থানা পুকুর এবং প্রাকৃতিক সৌন্দর্য পুনরুদ্ধার করতে সকল সুনাগরিকদের আহ্বান জানান দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মহম্মদ সাজাদ পি। জেলা শাসকের উদ্যোগকে স্বাগত জানান জেলা সদরের মানুষ৷ অভিজ্ঞ মহলের বক্তব্য বিলোনিয়া পুর পরিষদ ও বিলোনিয়া থানা একটু সচেতন হলে জেলা শাসককে নর্দমায় নেমে দিনভর জলাশয় পরিস্কারে সময় ব্যয় করতে হত না।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ