নয়ডা, ১০ মে (হি.স.) : ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে দিল্লি-সংলগ্ন নয়ডায় জারি সতর্কতা। চিল্লা সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিল্লি-নয়ডা সংযোগকারী এক্সপ্রেসওয়ে ও অন্যান্য প্রবেশপথে চলছে কড়া নজরদারি।
পুলিশ জানিয়েছে, প্রতিটি যানবাহনকে থামিয়ে চলছে তল্লাশি। চিল্লা ছাড়াও ডিএনডি ও কালিন্দী কুঞ্জ সীমান্তেও জোরদার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নজরদারিতে ব্যবহার হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা।
স্পেশাল কমান্ডো ইউনিটকে সতর্ক রাখা হয়েছে এবং পেট্রোলিং টিম ২৪ ঘণ্টা সক্রিয়। পুলিশ কমিশনার সাধারণ মানুষকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে স্থানীয় থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য