সোনিপতে ৪ টি কারখানায় ভয়াবহ আগুন
সোনিপত, ১০ মে (হি.স.) : হরিয়ানার সোনিপত জেলাতে ভয়াবহ অগ্নিকান্ড। জানা গিয়েছে , কুন্ডলি শিল্পাঞ্চলে শুক্রবার রাতে একসঙ্গে ৪টি কারখানায় ভয়াবহ আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় একটি কারখানায়, পরে তা ছড়িয়ে পড়ে পাশের ৩টি ইউনিটে। প্র
সোনিপতে ৪ টি কারখানায় ভয়াবহ আগুন


সোনিপত, ১০ মে (হি.স.) : হরিয়ানার সোনিপত জেলাতে ভয়াবহ অগ্নিকান্ড। জানা গিয়েছে , কুন্ডলি শিল্পাঞ্চলে শুক্রবার রাতে একসঙ্গে ৪টি কারখানায় ভয়াবহ আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় একটি কারখানায়, পরে তা ছড়িয়ে পড়ে পাশের ৩টি ইউনিটে।

প্রায় ২৪টির বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ৪ টি কারখানার যন্ত্রপাতি সহ বহু সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে কোনও প্রাণহানির খবর নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande