ভূজ দিয়ে রাজস্থানগামী কয়েকটি রাতের ট্রেন স্থগিত, সিদ্ধান্ত রেলের
নয়াদিল্লি, ১০ মে (হি.স.): নিরাপত্তার কারণে পশ্চিম রেলওয়ে গুজরাটের ভূজ দিয়ে রাজস্থানগামী বেশ কয়েকটি রাতের ট্রেন চলাচল স্থগিত করেছে। কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে, অথবা বাতিল করা হয়েছে। এছাড়াও, অমৃতসর এবং ফিরোজপুরের মতো পঞ্জাবের সীমান্
যাবতীয় প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল


নয়াদিল্লি, ১০ মে (হি.স.): নিরাপত্তার কারণে পশ্চিম রেলওয়ে গুজরাটের ভূজ দিয়ে রাজস্থানগামী বেশ কয়েকটি রাতের ট্রেন চলাচল স্থগিত করেছে। কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে, অথবা বাতিল করা হয়েছে। এছাড়াও, অমৃতসর এবং ফিরোজপুরের মতো পঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা স্থগিত করা হয়েছে। পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ডের ফলে গুজরাট, রাজস্থান এবং পঞ্জাবের সঙ্গে দূরপাল্লার রেল পরিষেবা প্রভাবিত হয়েছে।

এদিকে, রেলপথ মন্ত্রকের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সিং বলেছেন, জম্মু, শ্রীনগর, চণ্ডীগড় এবং অমৃতসরের মতো বিমানবন্দর বন্ধ থাকার কারণে, ভারতীয় রেল সম্ভাব্য যাত্রীদের অসুবিধা কমাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল, আমরা ৬ টি বিশেষ ট্রেন পরিচালনা করেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande