বর্ধমান, ১০ মে (হি.স.): যুদ্ধের আবহে কালোবাজারি রুখতে বৃহস্পতিবার নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নির্দেশ মতো শনিবারই বর্ধমানের বিভিন্ন বাজারে হানা দিল টাস্ক ফোর্স।
সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে জেলার বাজারে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ঘুরে দেখেন এদিন। সবজির গুণমান এবং দাম যাচাই করেন তাঁরা। কোনও ব্যবসায়ী যদি ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেন, তাহলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন অফিসাররা। ওজন মাপার যন্ত্র বা দাঁড়িপাল্লায় দোকানদাররা কোনওরকম কারচুপি করছেন কিনা সেটাও খতিয়ে দেখেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ