অপারেশন সিঁদুর দেশের মনোবল বৃদ্ধি করেছে : প্রধানমন্ত্রী
আদমপুর, ১৩ মে (হি.স.): অপারেশন সিঁদুর দেশের মনোবল বৃদ্ধি করেছে, দেশকে ঐক্যের সুতোয় আবদ্ধ করেছে এবং ভারতের সীমান্ত রক্ষা করেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোদী আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান। সেখানে তিনি বায়ুসেনার জও
প্রধানমন্ত্রী


আদমপুর, ১৩ মে (হি.স.): অপারেশন সিঁদুর দেশের মনোবল বৃদ্ধি করেছে, দেশকে ঐক্যের সুতোয় আবদ্ধ করেছে এবং ভারতের সীমান্ত রক্ষা করেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোদী আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান। সেখানে তিনি বায়ুসেনার জওয়ানদের সঙ্গে দেখান করেন, সাহসী জওয়ানদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জওয়ানদের উদ্দেশ্যে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আপনারা ভারতের আত্মমর্যাদাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আপনারা এমন কিছু করছেন, যা অভূতপূর্ব, অকল্পনীয়, আশ্চর্যজনক। প্রধানমন্ত্রীর কথায়, ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে, যার উপর এই সন্ত্রাসীরা নির্ভর করেছিল। আপনারা পাকিস্তানি সেনাবাহিনীকে এটাও জানিয়ে দিয়েছেন, যে পাকিস্তানে এমন কোনও জায়গা নেই যেখানে সন্ত্রাসীরা বসে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। আমরা ঘরে ঢুকে আক্রমণ করব এবং তোমাদের পালানোর সুযোগও দেব না। আমাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের কথা ভেবে পাকিস্তান অনেক দিন ঘুমাতে পারবে না।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, ভারত বুদ্ধের ভূমি এবং গুরু গোবিন্দ সিং জিরও ভূমি। আমাদের ঐতিহ্য হলো অশুভ শক্তি ধ্বংস করে ধার্মিকতা প্রতিষ্ঠার জন্য অস্ত্র ধারণ করা। সেই কারণেই যখন আমাদের বোন ও মেয়েদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল, তখন আমরা সন্ত্রাসীদের বাড়িতে ঢুকে তাদের মনোবল ভেঙে দিয়েছিলাম।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande