নিয়োগ ছাড়া টেট, ভরবে না তো খালি পেট, বাঁকুড়ায় সরব প্রাথমিক চাকরিপ্রার্থীরা
বাঁকুড়া, ১৩ মে (হি.স.) : “নিয়োগ ছাড়া টেট, ভরবে না তো খালি পেট”, “নিয়োগ যদি করবে না, বাজাও কেন টেট ঢেঁড়া”—এই স্লোগানে সরব হয়ে মঙ্গলবার বাঁকুড়ায় বিক্ষোভ দেখালেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। প্রচণ্ড রোদের মধ্যেও আইজি মোড়ে পথ অবরোধ ক
নিয়োগ ছাড়া টেট, ভরবে না তো খালি পেট, বাঁকুড়ায় সরব প্রাথমিক চাকরিপ্রার্থীরা


বাঁকুড়া, ১৩ মে (হি.স.) : “নিয়োগ ছাড়া টেট, ভরবে না তো খালি পেট”, “নিয়োগ যদি করবে না, বাজাও কেন টেট ঢেঁড়া”—এই স্লোগানে সরব হয়ে মঙ্গলবার বাঁকুড়ায় বিক্ষোভ দেখালেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। প্রচণ্ড রোদের মধ্যেও আইজি মোড়ে পথ অবরোধ করে ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন তারা। তাদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে ২০১২, ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হলেও ২০২২ সালের স্বচ্ছ টেট পরীক্ষার ৩ বছর অতিক্রান্ত হলেও এখনও নিয়োগপত্র হাতে পাননি উত্তীর্ণ প্রার্থীরা।

বিক্ষোভকারীরা জানান, ২০২২ সালের টেট নিয়ে কোনো দুর্নীতি বা মামলা নেই। তা সত্ত্বেও অজানা কারণে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে। এতে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে নিয়োগপত্র না দিলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন টেট উত্তীর্ণরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande