ফলপ্রকাশের দিনই দুর্গাপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু
দুর্গাপুর, ১৩ মে (হি.স.) : সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের দিন অস্বাভাবিকভাবে মৃত্যু হল এক পড়ুয়ার। মৃতের নাম ঋষিরাজ কেশরী (১৮)। ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লি এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফল প্রকাশের পর মানসিক চাপে পড়ে
ফলপ্রকাশের দিনই দুর্গাপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু


দুর্গাপুর, ১৩ মে (হি.স.) : সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের দিন অস্বাভাবিকভাবে মৃত্যু হল এক পড়ুয়ার। মৃতের নাম ঋষিরাজ কেশরী (১৮)। ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লি এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফল প্রকাশের পর মানসিক চাপে পড়ে সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে জানলার ফাঁক দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande