মান্দাইয়ে জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযান অনুষ্ঠিত
আগরতলা, ১৫ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইয়ের খরাঙ কমিউনিটি হলে বৃহস্পতিবার জনজাতিদের চিরাচরিত বেশভুষা, লোকনৃত্য ও ককবরক গান এবং ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযান অনুষ্ঠান আয়োজিত হয়। জিরানীয়া মহকুমা জনজাতি কল্যাণ কার্যালয় এবং জনজাতি গ
মান্দাইয়ে অনুষ্ঠান


আগরতলা, ১৫ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইয়ের খরাঙ কমিউনিটি হলে বৃহস্পতিবার জনজাতিদের চিরাচরিত বেশভুষা, লোকনৃত্য ও ককবরক গান এবং ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযান অনুষ্ঠান আয়োজিত হয়।

জিরানীয়া মহকুমা জনজাতি কল্যাণ কার্যালয় এবং জনজাতি গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ ব্যবস্থাপনায় বর্ষব্যাপী জনজাতি গৌরব বর্ষ-২০২৫ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিরসা মুন্ডা জনজাতিদের জন্য যেভাবে কাজ করেছেন ভবিষ্যত প্রজন্মকেও জনজাতি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেধরণের কাজ করে যেতে হবে। জনজাতি ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেবার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যত জীবনকে উন্নত করতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-র চেয়ারম্যান জগদীশ দেববর্মা, বিধায়ক স্বপ্না দেববর্মা, জিরানীয়া মহকুমা ভিত্তিক বোর্ডিং হাউসের চেয়ারম্যান সুধন দেববর্মা, ভাইস চেয়ারম্যান ভবরঞ্জন দেববর্মা, বিদ্যালয় শিক্ষা পরিদর্শক মেচার জমাতিয়া, সমাজ সেবক অভিজিৎ দেববর্মা ও উপেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande