পরাজিত আল-রাইদ, দশম সৌদি প্রো লিগ শিরোপা জিতে নিল আল-ইত্তিহাদ
জেদ্দা, ১৬ মে (হি.স.): করিম বেনজেমার নেতৃত্বে আল-ইত্তিহাদ বৃহস্পতিবার রাতে আল-রাইদকে ৩-১ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে সৌদি প্রো লিগের শিরোপা জিতে নিল। এই জয়ের ফলে আল-ইত্তিহাদের ৩২টি ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট হয়েছে, যা দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চে
পরাজিত আল-রাইদ, দশম সৌদি প্রো লিগ শিরোপা জিতে নিল আল-ইত্তিহাদ


জেদ্দা, ১৬ মে (হি.স.): করিম বেনজেমার নেতৃত্বে আল-ইত্তিহাদ বৃহস্পতিবার রাতে আল-রাইদকে ৩-১ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে সৌদি প্রো লিগের শিরোপা জিতে নিল। এই জয়ের ফলে আল-ইত্তিহাদের ৩২টি ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট হয়েছে, যা দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে।

লরেন্ট ব্ল্যাঙ্কের কোচিংয়ে আল-ইত্তিহাদের এটি দশম লিগ শিরোপা জয় এবং ২০২৩ সালের পর প্রথম জয়ের জন্য কেবল একটি জয়ের প্রয়োজন ছিল। কিন্তু এদিন অবনমিত আল-রাইদের হয়ে নয় মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ওমর গঞ্জালেস। তবে ১২ মিনিট পর স্টিভেন বার্গউইজনের গোলে আল-ইত্তিহাদ সমতায় ফেরে। হাফটাইমের কিছুক্ষণ আগে দানিলো পেরেইরার গোলে এগিয়ে যায় আল-ইত্তিহাদ।

এরপর দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায়, আব্দুল রহমান আল-ওবুদ গোল করে আল-ইত্তিহাদের জয় নিশ্চিত করেন। ৩০ মে কিংস কাপের ফাইনালে আল-কাদসিয়ার বিপক্ষে খেলবে জেদ্দা-ভিত্তিক ক্লাবটি। এর ফলে এই মরসুমে আরও একটি ট্রফি জয়ের সুযোগ রয়েছে তাদের।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande