টানা তৃতীয়বার আয়ের শীর্ষে রোনাল্ডো
কলকাতা, ১৬ মে(হি.স.) : টানা তৃতীয়বার ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থান করে নিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে ফোর্বস। সব মিলিয়ে পঞ্চমবার এর চূড়ায় থ
টানা তৃতীয়বার আয়ের শীর্ষে রোনাল্ডো


কলকাতা, ১৬ মে(হি.স.) : টানা তৃতীয়বার ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থান করে নিয়েছেন তিনি।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে ফোর্বস। সব মিলিয়ে পঞ্চমবার এর চূড়ায় থাকলেন রোনাল্ডো।

সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনাল্ডোর আয় ২৭ কোটি ৫০ লাখ ডলারের আশেপাশে। গত বছরের তুলনায় তার আয় এক কোটি ৫০ লাখ ডলার বেড়েছে। এতে বড় অবদান তার মাঠের বাইরের এন্ডোর্সমেন্টের। যার পেছনে আছে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে তার বিশাল অনুগামীরা। মে মাসের হিসাব অনুযায়ী তার অনুসারী ৯৩ কোটি ৯০ লাখ।

ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি আছেন পঞ্চম স্থানে। গত বছরের সমানই আছে মেসির আয়- ১৩ কোট ৫০ লাখ ডলার। ইন্টার মায়ামি ফরোয়ার্ডের আছে অ‍্যাডিডাস ও অ‍্যাপলের আকর্ষণীয় অ‍্যান্ডোর্সমেন্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande